রাত্রিকালে আধার ঘরে
আমার নিবিড় নীড়ে,
বসে থাকি তারই তরে
আসলো বুঝি ফিরে।
স্বপ্নগুলো দু’চোখ ভরে
শুধু তোমায় ঘিরে,
থেকো না’ক দূরে সরে
আসো আবার ফিরে।
ঝরেছে বকুল, গেঁথেছি মালা
শুধু তোমার তরে,
আসবে তুমি আমার কাছে
আবার নতুন করে।
মরবো তবু হারব না’ক
কাঁদব না আর পাছে,
আসো যদি তুমি ফিরে
আবার আমার কাছে।


ছিলে তুমি, এখনও আছো
ফিরে আসো যদি তবে;
হলফ পড়ে বলতে পারি
এ বুকেতেই রবে।
আসো যদি তুমি ফিরে
শুধুই আমার হবে।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ ৷
০৮ নভেম্বর, ২০০৯ ঈসায়ী ৷