কিভাবে কেটে যাচ্ছে বেলা
না বুঝেই কাটছে দিনটা সারা,
সকালে ভাবি আছে সারাটা দিন
সন্ধ্যায় ভাবি কিছুই হল না করা।


বুঝি না তিলে তিলে কি গড়ছি আমি
বিন্দু বিন্দু করে সিন্ধু পরিমাণ দামী,
তবু বলতে পারি না কভু তোমায়
যেন না হয়ে যায় বদনামী।


হয়ত জেগে জেগে দেখছি স্বপ্ন
কল্পনার জালে জড়িয়ে আমি গেছি,
হাত দুটো অনড়, দেহটা অসার
হয়ত আমি এখনও ঘুমিয়ে আছি।


কে জানে কার কি কথা মনে
যদি না বলি, জানবে না অন্য জনে-
কিন্তু বলে দেয়া কি এতটাই সহজ
এক বার বলেই পাচ্ছি কত সুখ ক্ষণে ক্ষণে।


এ সুখ আমি রাখি কোথায় হায়
মনেতে যা সইল না, দেহেতে সহা দায়,
তাই শপথ করেছি বলব না তোমায় আর
এ সুখ সইতে সইতে সেই সুখ যতদিন না এসে যায়।
*** *** *** *** ***
কুক্কুর কু কু, কে ডাকে অবেলায়
উহঃ ভোর হয়েছে, মোরগ মামা ডেকে যায়,
কি দেখলাম তাহলে, স্বপ্ন নিশ্চয়
কিন্তু স্বপ্ন কেন বাস্তবে মিলে যায়।


সত্যিই তো বলতে কি এখনও পেরেছি
সর্বক্ষণ তোমায় বলতে যা চেয়েছি,
ঘুম থেকে জাগলাম এইমাত্র কিন্তু
আসলে আমি আজও ঘুমিয়েই আছি।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৮ অগাস্ট, ২০১৩ ঈসায়ী।