দিতে চাই না কোন পদবী
চাই না দিতে কোন উপাধি,
দিতে চাই হারানো দিনগুলো
শুধু তোমায় হে সুধী।


যখনও ফোটেনি কোন রক্ত কবরী
জাগেনি তখনও হৃদয় মাধুরী,
তখনি জাগিয়েছ আমার চেতনা
কোন সে অপরূপ রূপ ধরি।


যখনও দেখিনি জীবনদর্শন
শিখিনি তখনও এ বেশ-ভুষণ;
তখনি শিখিয়েছ সেই মধুর ধ্বনিটা
দেখিয়েছ একটা সুন্দর জীবন।


কিভাবে এসব করলে হে সুধী
রাঙিয়ে দিলে আমার ভুবন,
স্বপ্ন জাগালে চোখের পাতায়
সার্থক করলে আমার জনম।
ফোটালে এ কোন স্নিগ্ধ গোলাপ
নতুন জীবন আজ হল শুরু-
পেরিয়ে সব পথের কাঁটা
দুঃখ বাঁধা---- বলব আমি
তুমিই আমার গুরু!
ছোট্ট এ মনের বাগানে
তুমি এক বিশাল তরু।
আসমুদ্র হিমাচল পাড় হলেও
জুড়ে থাকবে এ হৃদয়ের সকল মেরু;
বুকের মাঝে নিঝুম ঘরে,
রাখবো তোমায় গুরু!


সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১২ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী ৷