তবে কলম আজ হোক খঞ্জর
দেখো বিশ্ব, কলমে রক্ত ঝরে নির্ঝর।
সাবধান, হুঁশিয়ার স্বৈরাচারী পাপাচারী নেতা
ক্ষেপেছে জনতা, খেপেছে কবি এবার বল সত্য কথা।
আর কত খেলবে তাজা রক্তের হোলি
আর কত শীতাতপ সংসদে বসে করবে শুধুই বলাবলি।
আর কত নির্দোষের, নিবে নিরীহ প্রাণ
আর কত নষ্ট করবে মিষ্ট ফসলের ঘ্রাণ।
অনাচারে, পাপাচারে, অবিচারে, ক্লান্ত, শ্রান্ত, সর্বস্বান্ত জনমন
জাননা, হঠাৎ নিস্তব্ধতা মহা প্রলয়ের লক্ষণ।
কাঁপছে কণ্ঠ, ফুলছে আবেগ কখন যেন হাতে উঠে তলোয়ার
শান্তির শত্রু, মানবতার শত্রু, সত্যের শত্রুরা হুঁশিয়ার...।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ পৌষ, ১৪২০ বাংলা। ২০ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।