হঠাৎ কোন পিছল পথে
চলে গেলে দূর জীবন হতে-
ফিরতে হয় শূন্য হাতে
থাকেনা কেউ তখন সাথে।
জীবনটা হয় শেষ পিছু পরে
একাকী কাঁদতে হয় খালি ঘরে
দেখেনা কেউ মনের দুঃখ;
শান্তি থাকে না হৃদয় নীড়ে।
কষ্ট বাঁধে বাসা জীবন জুড়ে
কুয়াশা আসে নেমে দু’চোখ ভরে
সুখ থাকেনা কোন কিছুতে
জীবনটা নষ্ট হয় অচেনা ঝড়ে।
সান্ত্বনা দিতে কেউ থাকে না
আগের মত ভাল কেউ বাসে না
শত ডাকিলেও কেউ আসে না
দু’গণ্ড বেয়ে নামে অঝর ঝর্ণা;
হৃদয়ের মাঝে বাসা বাঁধে
কোন বিরহের কান্না।


সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১২ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী৷