সকাল বেলা সুয্যি উঠে
পাখি ডাকে গাছে,
ঘুম ভাঙিয়ে বলে তারা
কেউ যে আমার আছে।
কেউ যে আছে আমার শুধু
আছে বুকের মাঝে।


দুপুর বেলা রৌদ্র হাসে
সোনার ফসলের মাঠে,
ঝলমলিয়ে বলে সে
ঐ আসছে সে যে হেঁটে।
বসে কেন আছো তুমি
যাওনা তারই তটে।


সন্ধ্যা বেলা সুয্যি ডোবে
আঁধার নামে ধীরে
কষ্টে ভরা বুকটা আমার
খোঁজে শুধু তারে।
আসবে কি সে এমন ক্ষণে
চাই যে আমি যারে
গোল্লায় যাক আমার সব
তবু সে যেন আসে ফিরে।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৩ ডিসেম্বর, ২০০৯ ঈসায়ী।