কেন মানুষ বলতে পারে না
না বলা কত কথা,
কেন মানুষ দেখাতে পারে না
বুকের জমানো ব্যথা।
কেন মানুষ কাঁদে বার বার
বালিশে মুখটি চেপে,
কেন মানুষের কষ্ট এত
বলা যায় না মেপে।
কেন মানুষের দুচোখ ভিজে
দু’ফোটা লোনা জলে,
কেন মানুষ কষ্টটা চেপে
ডোবে দুঃখ সাগর তলে।
কেন আমি দেখি অশ্রু
প্রিয়ার চোখের কোনায়
হৃদয়টা কেন ভরে তখন
অজানা এক ব্যথায়।
নিওনা কষ্ট, হে প্রিয়
আমার কোন কথায়।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৩ জুলাই, ২০০৮ ঈসায়ী।