কষ্টের সংজ্ঞা পাল্টে গেছে,
কষ্ট আর কষ্ট নেই আমার কাছে;
কষ্টকেও লাগে সুমিষ্ট পানীয়
কষ্ট আজ আমাতে হেরে গেছে।


কষ্ট শুধু কষ্ট দেয়,
শিষ্ট আর পুষ্ট হৃদয় মাঝে,
দুষ্ট হৃদয়ে কষ্ট নেই
কষ্ট যায় না সেথা লাজে।


তিক্ততায় সিক্ত হয়ে তামা এই মন
তামার বিষে, কষ্টের হিসে (সুতা) ঢিলা সর্বক্ষণ,
কষ্ট গুলো চায় না থাকতে এখন
কষ্টের কষ্ট আজ আমার এই মন।


কষ্টের অনলে পুড়ছি দিবানিশি
লাভ হবে না দিয়ে কষ্ট অহর্নিশি,
কষ্টগুলোও কষ্ট পায় আমার কাছে থেকে
কষ্টের জন্য আমি এক, কষ্ট ছদ্মবেশী।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।