অক্ষর অল্প অক্ষির অন্দরে (১)
অপরূপ অনুস্বার অতৃপ্ত অন্তরে (২)
অপূর্ব অঢেল অমন অতলে...।। (৩)


অহিত-অকর্ম অগ্রাহ্য অনুস্থান (৪)
অতুষ্ট অপুষ্ট অনুদানের অনুষ্ঠান (৫)
অবেলায় অসমাজ অকাজে অসহদান...।। (৬)


অনুরণন, অনুধাবন, অনুসরণ, অনুগমনে (৭)
অপাত্র অযোগ্য। অহিংসা, অনুরাগে- (৮)
অ-লোভি, অ-দুষ্ট, অ-স্বজনপ্রীত অগ্রভাগে...।। (৯)


মর্মার্থঃ
(১) অল্প কিছু অক্ষর দৃষ্টিগোচর হল (যা খুব সুন্দর ছন্দে সাজানো ছিল)
(২) আর তখনি অতৃপ্ত মনে এক অপরুপ সুরের আবেশ পেলাম
(৩) যা মনের অমন গভীর অতলে খুবই অপূর্ব লাগছিল।
(৪) হিতকর নয় এমন সব কুকর্ম সব খানেই অগ্রাহ্য হয়
(৫) নিজে পূর্ণ নয়, শক্তিশালী নয় এমন শুধু নামের যত অনুষ্ঠান ও
(৬) অনিয়ন্ত্রিত, অসামাজিক এবং যা কাজের কাজ নয় তাতে যোগদান হতে বিরত থাকি।
(৭) তাড়িত হওয়া, উপলব্ধি করা, অনুসরণ ও অনুগমনে
(৮) দুষ্ট লোক অযোগ্য। বন্ধন ও ভালোবাসায়
(৯) নির্লোভ, সৎ ও স্বজনপ্রীতি মুক্তো লোক সবার আগে যোগ্য।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৫ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।