কত আন্দোলন, করো আইন পাশ
স্বাভাবিক যা, তা করা থাকুক সবে প্রয়াস,
স্বাভাবিক, অস্বাভাবিকতার মানদণ্ডে
চায় ওরা নীতি, আইনের আশ্বাস।


‘সমকামিতা’ নাকি স্বাভাবিকতা
এর জন্য চাই ওদের স্বাধীনতা,
উলঙ্গতা নাকি আধুনিকতা
উলঙ্গতায় ওদের চাই উদারতা।


তাই, চুপ থাকা গেল না আর
অপরাধ প্রবণতাও স্বাভাবিকতার,
রাষ্ট্রে রাষ্ট্রে কর আইন জারি
অপরাধ যতই কর, রাষ্ট্র স্বীকৃত অপরাধকারি।


মানুষের স্বাভাবিক বিবেক আজ বিলুপ্ত
মুক্তমনা, সভ্য, সুশীলের বেশ ধরি,
বিকৃত বিজ্ঞান, সমাজ, সংস্কৃতিতে
মৌনুদার হওয়ার নামে প্রকৃতির কেলেঙ্কারি।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৩ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।