ও মিষ্টি মেয়ে-
দেখো একটু চেয়ে,
করোনা তুমি মান
প্রাণ গেল বুঝি ভয়ে।


গোমড়া তোমার মুখ
রাগেতে টুকটুক-
হাতুড়ি পেটায় বুকে
দেখ, করছে ধুক ধুক।


ফুলেছে তোমার নাক
নাগিনী ফোঁস ফোঁস,
সাপুড়ে আমি বোকা
দংশিও না, আমার কি দোষ?


কপালে তোমার ভাজ
কি অপরুপ সাজ!
তবু সেজোনা তুমি এমন
লাগে আমার লাজ।


ঐ অগ্নি শিখার দৃষ্টি
করোনা অনাসৃষ্টি,
আহা! কি বললাম-
আবার ঝরাচ্ছ কেন বৃষ্টি।


কমলার কোয়ার মত ঠোঁট
রাগে চেপে একজোট,
হাসো না মিষ্টি মেয়ে-
এইতো, বল, এতক্ষন হলে কেন রোবট?


আলতো হেসে তুমি
ভাঙলে নিজের মান-
“ভালোবাসা পেতে একটু বেশী
তাইতো করেছি অভিমান”।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
২৭ এপ্রিল, ২০১৩ ঈসায়ী।