বন্ধ করে দুটি আখি
মনকে জিজ্ঞেস করো দুটি কথা,
কে তোমার বড়ই আপন-
তোমার কষ্টে পায় কারা ব্যথা।
জিজ্ঞেস করো গভীর থেকে
যতনে এত রেখেছে কারা,
তোমার সুস্থতায় সুখী যারা
নেই কেউ আপন তাদের ছাড়া।
রোগ-শোকেতে ছায়ার মত
নির্ঘুম রাত তোমার পাশে-
তোমার সেবায় কাছে বসে
কতইনা তোমায় ভালবাসে।


আজও তোমার বিরহ বিদায়ে (প্রবাস গমনে)
আটকে যাচ্ছে একটি সহজ কথা,
পেরেছ কি তাদের চিনতে এখনও?
এরা তোমারই পিতা-মাতা।


সস্তাপুর, নারায়ঙ্গঞ্জ।
১৮ বৈশাখ, ১৪১৯ বাংলা। ০১ মে, ২০১২ ঈসায়ী।