জানো কি রক্ত ধারা কোথা হতে বয়?
অন্তর, হৃদয় কেউবা হৃৎপিণ্ড তারে কয়,
না, রক্তের ধারা আসে সেথা হতে
যেথা আমার প্রিয়া সদা রয়।


জানো কি আমিত্ব কাকে বলে?
নিজের অস্তিত্ব? কত সহজে বলে দিলে,
এতই কি সোজা? আমিত্ব আজ দিয়েছি
‘তুমিত্ব’ নামে আমার প্রিয়ার গলে।


শরীর কাকে বলে একটু বল দেখি,
প্রাণ পাখিটা বয়ে বেড়ানো এই খাঁচাটাই কি?
আমি বলি যেই খাঁচাটায় সর্ব বেলায়
আমার প্রিয়াকে ধরে রাখি।


প্রশ্ন হল, বল তবে কোনটা মন?
আবেগ ছড়ায় দেহ শিরায় বলে সর্বজন।
কেমনে বুঝাই প্রিয়ার লাগি সারাবেলা
আমা মাঝে যা কাঁদে সারাক্ষণ।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৭ পৌষ, ১৪২০ বাংলা। ২১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।


আরজঃ শিরোনামটি আমার কাছে যথার্থ লাগছে না... কেউ একটা নাম খুঁজে দিলে উপকৃত হতাম।।