মনে আছে ঝিলের ধারে,
কত শাপলা ফুটতো
তুমি আমি হাস্যচ্ছলে একটু বসতাম বলে।


আজ,
শাপলা গুলো আর ফোটে না।
কুঁড়ি হয়ে বেড়িয়েই জলেতে নুইয়ে পরে।
পাতা গুলোর উপর;
কোলাব্যাঙ গুলোও বসে না,
ফুল ফোটেনা, ভ্রমরও আসে না।
আমার প্রয়োজন তোমার ফুরিয়েছে,
প্রকৃতির ও কি আজ কোন কিছুর,
প্রয়োজন নেই...!!



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৬ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।