আমি হতে চাই সেই ছেলেটি
যে অতি প্রত্যূষে জেগে উঠত।
আমি হতে চাই সেই ছেলেটি
যে বইয়ের থলিটি কাঁধে, বিদ্যাপীঠে ছুটত।
আমি হতে চাই সেই ছেলেটি
যে জ্ঞানী গুণীদের সামনে নত শির।
আমি হতে চাই সেই ছেলেটি
যে অন্যায়ের সামনে দুর্দম বীর।
আমি হতে চাই সেই ছেলেটি
যে গাঁইতি কোদাল হাতে সভ্যতা গাঁথে।
আমি হতে চাই সেই ছেলেটি
যে রাষ্ট্রনায়ক হয়ে নাশতা করে মজুরের সাথে।
আমি হতে চাই সেই ছেলেটি
যে মায়ের সম্মানে, মাটির জন্য লড়ে।
আমি হতে চাই সেই ছেলেটি
যে দোদুল্যমান অনিশ্চয়তাকেও নিশ্চিত ভাবে ধরে।
আমি হতে চাই সেই ছেলেটি।
যার বক্ষ সহে লক্ষ কোটি যন্ত্রণা।
আমি হতে চাই সেই ছেলেটি
যাকে বশীকরণ তাবিজ বশে না, ব্যর্থ হয় কু-মন্ত্রণা।
আমি হতে চাই সেই ছেলেটি।
যার কোমল হৃদয়, মায়াময় দুটি আঁখি।
আমি হতে চাই সেই ছেলেটি
যাকে পেয়ে মা বলে ‘সোনা ময়না পাখি’।
আমি হতে চাই না সেই ছেলেটি
যে ন্যায়ের বিপক্ষে অস্ত্র ধরে।
আমি হতে চাই না সেই ছেলেটি
যে নিষ্পাপ এক কলি, ফোঁটার আগেই ঝরে...।।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।