আজ হঠাৎ
অবাক হয়ে গেলাম-
অনেকটাই।
তুমি কি করে ভুললে
সে কথা গুলো।
কিন্তু সে তো ভোলার নয়।
একদিন এক সন্ধ্যায়
যা বলেছিলাম,
আমার যা আছে
আজ তোমায় দিলাম।
আর-
তোমার সব
তোমার থাক।
তবু তুমি বলেছিলে
আমাকে নিতে হবে
তোমার সব-
সম্পদ, লাজ আর সম্মান।


তবে আজ কেন
আমার কিছুই তোমার নয়,
তবে কি,
সেই কথাগুলো মিথ্যা ছিল?
আর অশ্রুভেজা চোখ-
ছিল কি অভিনয়?
না, না;
আমাকে শেখাতে এসো না।
বুঝি আমি-
সত্য আর নাটক।
বরং সে দিনই তুমি ছিলে সৎ
আজি করছ ছলনা।


তবে জেনে রেখো-
একটা কথা,
সেদিন যেমনটি ছিলাম
আজও তেমনটিই বলছি-
‘হৃৎপিণ্ডের দুটি প্রকোষ্টের
একটি আমি হলে
দ্বিতীয়টা আজও
শুধু তুমি’।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
২৯ এপ্রিল, ২০১৩ ঈসায়ী।