অবশেষে আমি-
এক শূন্য পেয়ালার মতো বসে,
এক ফোঁটা পানি নেই আমা মাঝে
পথিক তুলে নেবে আমায় কিসে?


দে, দে, দে এক ফোঁটা পানি
দে একটু ভিজিয়ে আমার তল,
ভেতরটা হাহাকার, শূন্য
কিসে হবে পূর্ণ-কোমলতায় শীতল?


টক টক শব্দটা আকস্মাৎ কসে
কষ্ট নামক পেয়ালাটি, দৈবাৎ পাশে বসে,
চেয়েছি পানি দুরিতে এ শূন্যতা
কিন্তু পেলাম শঠতা শেষে।
শূন্য পেয়ালা পূর্ণ কষ্ট দিয়ে
ধন্য হবে কি জীবন নিয়ে কষ্টের পূর্ণতা?
অর্ধ জীবন কাটিয়েও যে আজ
পেলাম শুধুই এই শূন্যতা।


সস্তাপুর, নারায়ঞ্জগঞ্জ।
২৯ মার্চ, ২০১৩ ঈসায়ী।