জ্ঞানী তুমি, অনেক বড়
বলাবলি, লেখালেখিতে নামকার,
যে জনে দিলাম ফুল সে জন
চেয়ে দেখ করছে নমস্কার।


যে জন নাই জগত 'পরে
সে কি নিয়েছে ফুল নিজ হাতে ধরে?
বুঝেছ কি তুমি, পুরেছে কি তার আশা?
কেন তুমি অযথা দেখাও, মিথ্যা ভালবাসা?


দিলে তুমি ফুল, বলছ ‘জানাই শ্রদ্ধা পরম’
মৃতে আসলো কি উপকারে? ভেবে পাই শরম
যদি ভাব ফুল পেয়ে মৃতে হয়েছে খুশী
ঈমানেতে গরল হবে, ধমকি আছে চরম।


যে ভাই গেছে চলে সত্যে দিয়েছে জীবন
ভালোবাসো সালাম জানাও, কে করেছে বারণ?
নয় ফুল-ফলাদি, আলোক সজ্জা;
পৌঁছাবে না যা তাঁর গোরে
ভালোবাসার দাবিতে আত্মার শান্তিতে মহা মহীমের দরবারে
বছরে একদিন নয়, সুযোগ হলেই ভাইয়ের জন্য দিয়োগো দোয়া করে।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ পৌষ, ১৪২০ বাংলা। ২০ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।


বিঃ দ্রঃ স্বজাতির কিছু ভুল বিশ্বাস দূরীকরণের প্রত্যয়ে রচিত, ভিন্ন মতে বিশ্বাসী কারও মতে আঘাত পেলে ক্ষমা করবেন। অবশ্যই আপনার বিশ্বাস আপনার কাছে স্বতন্ত্র।।