মুখে আছে বড় জোর
বলে বড় কথা,
হাতে তো নেই শক্তি
করে দেখাবে তা।
তবে কেন মানুষ বলে এমন
নিজের স্বার্থ রক্ষার্থে,
কেন মানুষ বুঝে না অন্যকে
বিলায় না নিজেকে পরার্থে।
সে সব লোকেরা চায় নিজের সুখ
দেখে না তারা পরের দুঃখ,
শুনবে না তারা তোমার কথা
যতই ভাঙুক তোমার বুক।
তারা হাসে মুনাফা পেলে
হাসে পরকে দুঃখে ফেলে,
তারা চিরবে তোমার বুক
মুখে মিষ্টি কথা বলে।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ জুন, ২০০৮ ঈসায়ী।