তোমার চোখে আমি
বলতো কতটা দামী,
জানি মুখে বলবে না তা
তবু জানে অন্তর্যামী।


নই আমি তুচ্ছ কেউ
কেন পড়ছে বারবার মনে,
পাশে সর্বদা থাকি না তবু
কেন রাখো আমায় স্মরণে।
দূরে আমি যাবই চলে
যেতে আমায় হবেই বলে,
আসতেও কাছে হবে না দেরী
আবার কোন নতুন ছলে।
দেখতে তোমায় নতুন বেশে
চিরচেনা নয়ত অচেনা দেশে,
দাঁড়াবো আমি তোমার সামনে
আপন করেই পাবে শেষে।


তবুও তোমার চোখে আমি
যেন এক শুভ-কামী,
এর বেশী কি করেছি আমি
যতটা আপন করেছ তুমি।
চাঁদের গায়েও কলঙ্ক আছে
দোষ আমার দেখনি পাছে,
দেখেছি তোমার চোখে আমি
কে তোমার মনের সবচে’ কাছে।
কখনও অভিমানী হও তুমি
হৃদকম্প যায় তখন থামি
তবু অনুরাগ আমার জন্য
দেখি, তোমার চোখেতে আমি।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১১ নভেম্বর, ২০১২ ঈসায়ী।