অনেক সাধনার ধন তুমি আমার
অনেক আপন জন,
অনেক কষ্টের বিনিময়ে আমি
পেয়েছি তোমার মন।
সবার চোখের আড়ালে আমি
গড়েছি শুধু তোমায়,
আপন হয়েই রবে তুমি
সকলে পর করেও যদি আমায়।
গড়েছি বারটি বছর ধরে
তিলে তিলে তুমি এক জনটি,
বিন্দু বিন্দু করে সিন্ধু পরিমাণ
ভালোবাসা জমিয়েছে এ মনটি।


কষ্ট-অদৃষ্টে পিষ্ট হয়ে
শিষ্ট হয়েছে দেহমন;
নষ্ট পরিবেশেও পুষ্ট হয়েছে
শুধু তোমায় চেয়েছে বলে জীবন।
তাই আজও তোমার পথে চেয়ে আছে
মনেতে রয়ে গেছে সেই আশা;
কবে তুমি আসবে ফিরে
আবার কবে পাব তোমার ‘ভালোবাসা’।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১২ নভেম্বর, ২০১২ ঈসায়ী।