আজ মেতে রই


জাহিদ হোসেন রনজু।
--------------------------------®


পাঠশালা, পড়ালেখা নাই আজ নাই
কি মজা এসো ছুটে বন্ধু সবাই।
চল যাই হারিয়ে ছুটির এই ক্ষণে
চল সবে বেড়াই আপন মনে।


গোলাপের কাছ থেকে চেয়ে গন্ধ,
প্রজাপতির পাখা থেকে নিয়ে ছন্দ,
নেচে নেচে গেয়ে গান কোকিলের সুরে
চল আজ যাই মোরা দূর বহুদূরে।


উড়ে যাওয়া বলাকার ডানা দুটি ধরে
চল যাই আমরা নীলাকাশ নীড়ে।
মেঘেদের সাথে ভেসে রামধনু মেখে
জ্যোৎস্নার চাঁদটাকে চল আসি দেখে।


পরীদের সাথে মোরা মিতালী গড়ে
গ্রহ থেকে গ্রহে যাই চল উড়ে উড়ে।
ঘুরে ঘুরে খুঁজি আজ তারাদের দেশে
কোথাও আছে নাকি 'এলিয়েন' বসে।


এভাবে দিনরাত ছুটে ঘুরে ঘুরে
সূর্যের আলো নিয়ে ফিরে আসি ভোরে।
হাসি-খুশি, আনন্দ আর হইচই
ভালবেসে ছুটিতে আজ মেতে রই।


---------------------------------------
২৫ আগস্ট,২০১৬, সোনারগাঁও, নারায়নগঞ্জ