আমি ঘুমাতে চাই


জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®


আমি ঘুমাতে চাই
নীলা রায়ের মতন নির্যাতিতারা কেন আমার ঘুম ভাঙায়
কেন শত সহস্র দুর্বৃত্ত কড়া নাড়ে দ্বারে।


আমি ঘুমাতে চাই
কেন এমসি কলেজের পাষাণ্ডদের লাম্পট্যে,
আমার বোনের বুকফাটা আর্তনাদে,
আত্মচিৎকারে
আমার ঘুম হারাম হয়ে যায়
আমি ঘুমাতে পারি না


গোলাপের সৌরভে যে বোন আমার
প্রজাপতির ছন্দে
জীবনের উচ্ছ্বাসে
একটি সুন্দর বিকালকে ছোঁবে বলে ডানা মেলে ছিল
হায়েনা, শকুনদের নখরে সে কেন ক্ষত-বিক্ষত?


কেন আনন্দ ভ্রমণ নরকে পরিণত হয়?  কেন, কেন?


আমি ঘুমাতে চাই
কেন নোয়াখালির বিবস্ত্র গৃহবধূর কান্না আমাকে ঘুমাতে দেয় না
কেন বর্বর পিশাচদের উলঙ্গ তাণ্ডব নৃত্যে আমার ঘুম ভেঙ্গে যায়


কেন এই মৃত্তিকা,
এই দেশ-
আমার পবিত্র জন্মভূমি আজ
নরপিশাচরা কেটে-কুটে খায়?


আমি ঘুমাতে চাই
আমার ভীরুতা
আমার কাপুরুষতা আমাকে ঘুমাতে দেয় না


আমার পা নড়ে না, ত্থথর করে কাঁপে
আমার মুখ ফোটে না
বুকে আগ্নেয়গিরি জ্বলে
আমি ঘুমাতে পারি না
আমার অক্ষমতার চিতা দাউদাউ করে জ্বলে মনে;
আমার বোধে
আমাকে কুরে কুরে খায়
আমাকে ঘুমাতে দেয় না
ঘুমাতে পারি না
আমি ঘুমাতে চাই


হে মহাজীবন
আমাকে শক্তি দাও
সূর্যের অমিত তেজে যেন আমি জ্বলে উঠতে পারি
আমাকে দৃঢ় দীপ্ত ক্ষিপ্র দুটি পা দাও
যেন মিছিলের অগ্রভাগে উত্তাল ঢেউয়ের মতন ছুটে যেতে পারি
আমাকে মুষ্টিবদ্ধ হস্ত দাও
যেন শ্বাশত কল্যাণে অসুর বিনাশে আঘাত হানতে পারি


হে মহাজীবন
আমাকে সাহস দাও
যেন প্রলয়োল্লাসে  চিৎকারে আমি বলতে পারি-
আমি ক্রসফায়ার চাই
আমি বিচারের নামে বিলম্বিত প্রহসন চাই না
আমি মোবাইল কোর্ট চাই
তাৎক্ষণিক ফাঁসি চাই
আমি মৃত্যু চাই বিভৎস নরপিশাচ জানোয়ারদের


আমি দেখতে চাই আমার পূতপবিত্র স্নিগ্ধ নির্মল জন্মভূমি
যার সুশীতল সবুজে
মৃগ শিশুর মতন
প্রজাপতির ছন্দে
আপন আনন্দে হেঁটে যাচ্ছে
ঘুরে বেড়াচ্ছে-
দিবারাত্রি
নির্ভয়ে
আমার বোন
আমার মা
আমার প্রিয়া, জায়া
আমার দুহিতা।


আমি ঘুমাতে চাই সেই সুন্দর ভবিষতে
এই মৃত্তিকাতে
এই আমার প্রিয় জন্মভূমিতে।
---------------------------------
১০ সেপ্টেম্বর ২০২০, মিরপুর, ঢাকা।