বালিকা বধু


জাহিদ হোসেন রনজু।
----------------------------®


ঝরছে বাদল
বাঁজছে মাদল
হাসছে আজিকে মন মুকুর,
ছুটছে কেউ
উঠছে ঢেউ
কাঁপছে আজিকে ভর দুপুর।
স্মৃতির পাড়ায়
অঝোর ধারায়
ঝরছে অনেক বৃষ্টি আজ,
সেই কবেকার
কিশোর বেলার
বালিকা বধু করছে সাজ।
জ্যোৎস্না সুখ
সে বদরমুখ
ডাকছে আজিকে আয়রে আয়,
আয়রে পাগল
ভাঙরে আগল
আয় ফিরে তুই আমার না'য়।
আয়রে সুজন
আবার দুজন
ফিরিয়ে আনি সেই পুতুল দিন,
বাজুক আবার
তোরই আমার
হারিয়ে ফেলা সেই মধুর বিন।
------------------------------
( ১২.জুন ২০১৬, মিরপুর, ঢাকা )