বাংলা কবিতা ডট কমের-
কবি-বন্ধু


জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®


আমি কি আর লিখতে পারি
                             এমনতর কবিতা,
যেমন লিখেন শ.ম শহীদ
                      লিখেন কবি পারমিতা।


যেমন লিখেন মুনিরুজ্জামান
                    কবি খলিলুর রহমান,
তাঁদের লেখায় ঝরনা যেন
                    সুরের তালে বহমান।


রণজিৎ মাইতি, সুমিত্র রায়
                    আর সঞ্জয় কর্মকার,
মনের কথা শব্দে বেধে
                 লিখেন অতি চমৎকার।


(ড.)শাহানারা মশিউর, রহমান মুজিব
                      কবি লক্ষণ ভান্ডারী,
লিখেন কত কাব্য মধুর
                  ভাবতে যেয়েই শিহরি।


রীণা বিশ্বাস, সৌমেন দা
               কিংবা কবি শম্পা ঘোষ,
অনেক ভাল লিখেন তাঁরা
                ছন্দে বেধে শব্দ-কোষ।


শ্রাবণী সিংহ, সঞ্চারিণী
                 আর ইয়ামিন বসুনিয়া,
তাঁদের লেখায় পাই যে মজা
                    আমরা যারা পড়ুয়া।


আবু কওছর, সানারুল মোমিন
                        কবি মৌটুসি মিত্র,
লিখেন মধুর কাব্য ছবি
                        মানব মনের চিত্র।


কবীর হুমায়ূন, (ড.)সুজিত কুমার
                         অনিরুদ্ধ বুলবুল,
কবিতা লেখার পাশাপাশি
                প্রেরণা দিতেও মশগুল।


মুলচাঁদ মাহাত, রঞ্জন গিরি
                আর যে কবি মনোয়ার ,
ভাল ভাল কবিতা লিখে
               রাখছে স্বাক্ষর প্রতিভার।


লিখেন ভাল শাহানারা রশীদ
                     কবি তমাল ব্যাণার্জি,
জাহিদ হাসান, মনোজ ভৌমিক
                     কবি প্রবীর চ্যাটার্জি।


আব্দুস সালাম, আব্দাল কাজী
                        আর কবি দীপঙ্কর,
কবি অ জানা, জে আর আগ্নেস
                     লিখেন ভাল নিরন্তর।


আছেন অনেক নবীন কবি
                   চেষ্টা তাঁদের অফুরান,
হচ্ছে হবে, নিবেই তাঁরা
                    কাব্য জগতে সু-স্থান।


আরো যারা আছেন অতি
                          শ্রূদেয় কবি ভাই,
তাদের তরে ভালবাসায়
                  নিত্য আমি প্রণাম যাই।


এমনতর শ'য়ের অধিক
                  কবি-বন্ধু আছেন মোর,
সাধ্য কি আর বাধতে পারে
              তাঁদের আমার বাহু ডোর।


কিন্তু সদাই, তাঁরা সবাই
                আমার মনে বিরাজমান,
তাঁদের লেখা কাব্য-রসে
               কাটছে আমার দিনমান।


কারো লেখা সহজ ভাষায়
                   বুঝতে পারি সহজেই,
কারো লেখা কঠিন ভারী,
             দাঁত ভেঙ্গে যায় বুঝিতেই।


কিন্তু যতই পড়ি আমি
                      ঝরে ততই মুগ্ধতা,
ধীরে ধীরে সবার সাথে
                  বাড়ছে মনের হৃদতা ।


তবু বলি সাধ্য নাই মোর
                 তাঁদের সাথে পাল্লা দিই,
কবি-বন্ধু আমি শুধু
                      ভালবেসে সঙ্গে রই।


( ক্ষমা প্রার্থী : অনেকের নাম আমার অক্ষমতার জন্য এখানে আনতে পারিনি।  আবার অনেকের নাম ঐ একই কারণে ছন্দ মিলাতে যেয়ে ছোট করে লিখেছি। আশা করি আমার এ অপরাধটুকু সবাই ক্ষমা করে দিবেন।)
------------------------------------------
২৯ মে, ২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা।