ছড়া কবিতা -২


বায়না


জাহিদ হোসেন রনজু
--------------------------®


খেলনা গাড়ি, খেলনা পুতুল
এসব খুকু চায় না আর,
চাই যে এখন আপুর মতন
রঙিন একটি মোবাইল তার।


সারাদিনই তুলবে ছবি
সেলফি নাকি কি বলে,
নানান ঢঙে, নানান ভাবে
তুলবে ছবি মোবাইলে।


সকাল বেলা হাসির ছবি
সবক'টি দাঁত বের করে,
দুপুর বেলায় দুখের ছবি
কলের জলে চোখ ভরে।


বিকেল বেলা ভেংচি কেটে
মুখ বাঁকায়ে উটের ন্যায়,
রাতের বেলা রঙ মাখায়ে
তুলবে ছবি বানর প্রায়।


তুলে এমন অনেক ছবি
খুকুমনি সুখ নিবে,
ফেসবুকেতে 'আইডি' খুলে
সেসব ছবি 'পোস্ট' দিবে।


তাই তো খুকু মাটির পুতুল
খেলনা গাড়ি চায় না আর,
আপুর মতন 'লেটেস্ট মডেল'
একটি মোবাইল বায়না তার।


------------------------------
২ অক্টোবর ২০১৮, মিরপুর,ঢাকা।