বিশ্বাসের কফিন
জাহিদ হোসেন রনজু।
---------------------------------®


তুমি কথা দিয়েছিলে বলে
আমি সেদিন সেজে ছিলাম অনেক।


খোঁপায় গুঁজে ছিলাম বসরার গোলাপ,
কপালে লাল টিপ,
কানে কানপাশা,
নাকে নাকফুল, নোলক
হাতে কাঁকন,
পায়ে নূপুর,
কন্ঠে শত ফুলের মালা পড়েছিলাম সেদিন।


নীলাম্বরী শাড়ি দিয়ে সাজিয়ে ছিলাম আমার আমিকে আমি।


তুমি কথা দিয়েছিলে বলে
অনেক ভালবাসা আর স্বপ্ন দিয়ে সাজিয়ে ছিলাম আমার হৃদয়।


শুধু বিশ্বাসটিকে সাজাতে তোমার অপেক্ষায় ছিলাম সেদিন।


তুমি আসনি।


এখন শ্মশানে পড়ে আছে একটি বিশ্বাসের কফিন - ফাঁকা।
সেদিন মুখাগ্নি করে গেছো তুমি।
------------------------------------®
২৪.০৪.২০১৬, ঢাকা।