বনেদী কবি


জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®


আমি একটি ভাল কবিতা লিখবো বলে আজ
একটি জ্ঞান গর্ভ কবিতা লিখব বলে আজ-
শব্দকোষ আর বাংলা অভিধান নিয়ে বসেছি।


আজ আমি একটি ভাল কবিতা লিখবো
এমন কবিতা লিখব আজকে আমি
যাতে ভরা থাকবে দাঁতভাঙা দূর্ভেদ্য শব্দ বিন্যাস
শাখামৃগ-এর লেজের সাথে জুড়ে দিবো সিংহ রাজের মাথা-
হয়ে যাবে রাজার চতুর বুদ্ধির দারুণ উপমা।


আমি এমন একটি কবিতা লিখবো আজ-
যেখানে আমি বলবো-
মৃত জীবিত হলুদ জবা পড়ে আছে একটি
মৃতঃপ্রায় হয়ে পড়ে আছে বৃষ্টি সিক্ত গোধুলির রক্তিম ভালে চৈত্রের খর রৌদ্রের মাঠে
মনে হচ্ছে একটি লাল টকটকে বেলি ফুলের মৃত্যু হবে আজ।


আমার কবিতার ভাবার্থ
গিরগিটির মত রঙ পাল্টাবে প্রতিবার
অর্থাৎ আমার কবিতা যতবার পড়বে
ততবারই নতুন অর্থ খুঁজে পাওয়া যাবে।


প্রথমবার পড়ে যদি বুঝি এতো প্রেমের কবিতা
দ্বিতীয় পাঠে সে কবিতা হয়ে যাবে বিষাদ সিন্ধু
তৃতীয় পাঠে অন্য কোন মানে করবে আমার সেই ভাল কবিতার শব্দ বিন্যাস।


তবে বেশির ভাগ মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে উড়ে
সে কবিতার অন্তর্নিহিত ভাব
সে বিমূর্ত কবিতার মানে খুঁজে পাবে না তাঁরা।


ভাল কবিতার মানে সবাই বুঝতে পারে না।
ভাল কবিতার মানে কেউ কেউ বুঝতে পারে।


তবে যখন বেশির ভাগ মানুষ আমার মত বুঝতে পারবে না
আমার কবিতার নিগুঢ় অর্থ
মনে করবে কবিতা মানে অর্থহীন কতগুলো শব্দের উদ্ভট বিন্যাস


তখন-
আমি পেয়ে যাবো সার্টিফিকেট-
হয়ে যাবো বনেদী কবি।


-------------------------------------------
( ২২ মে, ২০১৬, খুলনা )