ছাগল বন্দনা


জাহিদ হোসেন রনজু
--------------------------------------®


রাজা ডেকে কন প্রধানকে আবহাওয়া বিভাগের-
'বলো তবে কেমন হবে আবহাওয়া আজিকের?
মাছ শিকারে যাবো আমি আজি গভীর সাগরে ,
ঝড় ও বৃষ্টি হবে কিনা এই সময়ের ভিতরে?'


প্রধান হেসে বলে- 'আজকে আবহাওয়া চমৎকার,
নিশ্চিন্তে তাই করতে পারেন আপনি মৎস্য শিকার।'


শুনে তাই এই অভয় বানী রাজা ছুটে শিকারে,
দলবল, সাজসরঞ্জাম নিয়ে চটজলদি সাগর পারে।


সেখানে এক ছাগলপালক দেখে এই মহাযাত্রা,
বললো যেয়ে করজোড়ে-'আজ আবহাওয়া বার্তা,
শুনুন তবে মহারাজা নয়কো বেশী সুবিধার,
নামবে মুষলধারায় বৃষ্টি, আঁধার করে চারিধার।'


শুনে রাজা হাসে, বলে-'বলে কী মূর্খ ব্যাটা,
হবে নাকি ঝড় ও বৃষ্টি, মার কপালে ওর ঝাঁটা।
ব্যাটা, আবহাওয়া প্রধান বলেছে দম্ভ ভরে,
থাকবে নিশ্চিত আবহাওয়া চমৎকার আজ সাগরে।
আর বলিস যে কথা অন্য তুই অশিক্ষিত গাধা,
পালা এখনই যদি চাস রাখতে গর্দানে মাথা।'


শুনে নাতো বারণ রাজা, যায় সমুদ্র বিহারে,
নামে হঠাৎ বৃষ্টি প্রবল ভয়াবহ আকারে।


রাজা ফিরে এসে গৃহে আবহাওয়া প্রধানকে,
বরখ্যাস্ত করে সে জায়গায় বসান ছাগলপালককে।


ছাগলপালক বলে-'রাজা, কেন করলেন নিযুক্ত,
এ বিষয়ে আমি অজ্ঞ, নহি যে উপযুক্ত।'


'তবে সেদিন সঠিকভাবে বলেছিস তুই কী করে,
যাবেন না রাজা মহাশয়, আজ বৃষ্টি হবে জোরে।'


ছাগলপালক কাচুমাচু, বলে হস্ত করে জোড়-
'নেই তো এতে মহারাজা বাহাদুরি কোন মোর।
যতটুকু বাহাদুরি তা আমার ঐ ছাগলের,
ঘন ঘন ভ্যা, ভ্যা ডাকে ভাব বুঝে সে আকাশের।
তাই শুনে আমি বুঝে যাই আজিকে বৃষ্টি হবে,
সেদিনও যে ডেকে ছিল সে ঘন ঘন রবে।
তাই তো আমি বলেছিলাম- যাবেন না মাছ শিকারে,
করুন তাকেই প্রধান এবার, নাহি করে আমারে।'


রাজা বলেন-'তথাস্ত! ছাগলই প্রধান হলো'।
সেই থেকে আজতক প্রধান সব ছাগলই হয়ে র'লো।


--------------------------------------------
২০ জানুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা