একই পথ


জাহিদ হোসেন রনজু
-------------------------------®


একই রাস্তা, একই পথ
সময় ভিন্ন; ভিন্ন দৃশ্যপট


একদিন
চেয়ার উল্টিয়ে
চৌকাঠে হোঁচট খেয়ে
পড়িমরি করে বারান্দায় এসে দাঁড়াতাম
তুমি এলে এই রাস্তায়;


আর এখন
বারান্দায় দাঁড়িয়ে থাকলে
তুমি এলে
পা দুটি হেঁটে হেঁটে ঘরে চলে আসে।


একই রাস্তা, একই পথ; সেই তুমি
সময় ভিন্ন; ভিন্ন দৃশ্যপট।


---------------------------------
২৯/০৪/২০২০, মিরপুর, ঢাকা।