এমন একটি দিনের জন্য


জাহিদ হোসেন রনজু
------------------------®


তোমার কি সেই সকাল হবে
শিউলি ঝরা গাছের নীচে
শিশির ভেজা সবুজ ঘাসে
শুভ কামনায় পুষ্প হাতে;


তোমার কি সেই দুপুর হবে
ক্যান্টিনের ঐ ছোট্ট কোণে
আহার শেষে গল্প মুখর ;


তোমার কি সেই বিকেল হবে
হাতটি রেখে হাতের মাঝে
স্বপ্ন বুনে পথ হারানোর ;


তোমার কি সেই সন্ধ্যা হবে
বাড়ির পথে আমায় ঠেলে
মিষ্টি মুখে - 'আজকে এসো,
কালকে আবার দেখা হবে'
এমন বলার ;


তোমার কি সেই রাত্রি হবে
শুভ রাত্রির সম্ভাষণে-
'স্বপন মাঝে আমায় রেখো'
ম্যাসেঞ্জারে বার্তা দেয়ার;


এমন একটি দিনের জন্য
এখন আমার কাল কেটে যায়
বিষন্নতায়, উদাস চোখে......


----------------------------
৫ সেপ্টেম্বর, ২০২২, মিরপুর, ঢাকা