ঘুষ


জাহিদ হোসেন রনজু
------------------------------®


চারিদিকে ঘুষেরই চলছে মচ্ছব
ঘুষ ছাড়া সব কাজ মন্থর কচ্ছপ।
যেখানেই কাজে যাও ঘুষ তো লাগবে
ঘুষ পেলে তাহলেই কাজটা করবে।
কোথা দিবে অভিযোগ, কাকে বা বলবে
কার কাছে যাবে তুমি, কে বলো শুনবে।
পুলিশের কাছে যাবে? মরেছো তাহলে
দিতে হবে তিনগুন, আসামী নাহলে।
অভিযোগ নিয়ে যদি যাও তুমি উচ্চে
কথা শুনে মনে হবে খাচ্ছো যে 'উচ্ছে'।
মনে হবে দোষ সব তুমিই করেছো
ঘুষ নাহি দিয়ে কেন আপত্তি দিয়েছো।
সৎ থাকার কারণে তুমি হেয় আজ
ঘুষ খেয়ে  চোর হয়ে তবু নেই লাজ।
দেখাবে যে হাইকোর্ট, হবে পরিতাপ
ছেড়ে দে মা কেঁদে বাঁচি- 'চাচ্ছি, করো মাফ'।


ঘুষ আজ চুরি নয়, 'স্পীড মানি' নাম
আমি কোন 'হনুরে', করছি বদনাম।


--------------------------------------
১২ অক্টোবর ২০১৮, মিরপুর, ঢাকা।