হীন স্বার্থে কালে কালে


জাহিদ হোসেন রনজু
------------------------------®


দেশে দেশে হীন স্বার্থে কালে কালে
ভুত ও পেত্নী, নর পিশাচ নাচে ডালে
নাচে ক্ষিপ্র নাচে হিংস্র নাচে তালে
নাচে নাচে, তালে নাচে তালে তালে।


নানা রঙ্গে তারই সঙ্গে নাচে ধূর্ত
নাচে শোষক, যেনো শয়তান নাচে মূর্ত
মদমত্তে নাচে মর্তে নাচে ভালে।
শম চিত্ত মরে নিত্য তারই তালে।


দিকে দিকে চারিদিকে করে গর্জন
'গেল ধর্ম, গেল রাষ্ট্র, করো কর্তন'
নামে যন্ত্রী, সাজে শস্ত্রী রণঢালে
নাচে দানব, মারে মানব তালে তালে।


সাজে মিসাইল, সাজে বুলেট, জ্বলে বারুদ
ছুটে বোমা, ক্ষেপণাস্ত্র, নাচে নমরুদ
নাচে ভিমরুল, নাচে ত্রিশূল নাচে তালে
মরে সবুজ, মরে অবুঝ পালে পালে।


'মেরে মেরে করে পিষ্ট যাতাকলে
শুধু আমিই রবো বেঁচে ধরা তলে'
বোধে বিশ্বাস নিয়ে উল্লাস নাচে তালে
ছাড়ে হুংকার, করে চিৎকার কালে কালে।


------------------------------------
৬ জানুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা