হট্টগোল
জাহিদ হোসেন রনজু
-----------------------------®


বসার পুরে
ভর দুপুরে
চলছে পুতুল খেলা,
খেলা তো নয়
জটিল বিষয়
হট্টগোলের মেলা।


খুকুদিদির
পুতুলমনির
লাগছে ক্ষুধা খুবই,
কিন্তু নাকি
'রইছে' বাকি
রান্না-বান্না সবই।


কাঁদছে পুতুল
কাঁদছে বিপুল
পেটে ভীষণ ব্যথা,
তাকেই নিয়ে
ঘেরাও দিয়ে
বলছে সবাই কথা।


'কোথায় গেলো
পাচক বলো
তাকে ধরে আনো,
কেন কান্না
হয়নি রান্না
সেই কথাটি জানো?'


দু'পা ভাঙ্গা
পুতুল রাঙ্গা
বলছে -'আনি ধরে।'
ভাঙ্গা দু'হাত
পুতুলের 'বাত'-
'দু'কান ছিড়বো ওরে।'


চক্ষু ছাড়া
দৃষ্টি হারা
পুতুল হাঁকে জোরে-
'ছুটে গিয়ে
ডাক্তার নিয়ে
আসবো নাকি ঘরে?'


করতে যে চায়
সবাই বেজায়
পারবে না কাজ যেটা,
তাই তো অকাজ
হচ্ছে আওয়াজ
শুধুই ঢাকঢোল পেটা।


বসে 'ওরা'-
হোমরা-চোমরা
আদেশ করেই খালাস,
তাই তো গরম
ভীষণ রকম
পুতুল খেলার নিবাস।


---------------------------------
২৩ জুলাই ২০১৭, ফুলবাড়িগেট,খুলনা।