ঝড় চিত্র


জাহিদ হোসেন রনজু
--------------------------------®


আকাশে ঘোর মেঘ জমেছে
বাতাসে জোর বেগ এসেছে


কাঁপছে ঘর বাড়ি,
চাপছে ডর ভারী।


ফুলছে উঠে সাগর পানি
আসছে ছুটে পাথর কানি


কাঁপছে নর নারী
বাড়ছে ঝড় বারি।


আঁধার হয়ে ডুবছে  রবি
অপার ভয়ে ভাসছে ছবি


বাইরে  যে আপন
হায় রে সে কেমন?


উঠছে  থেকে আযান গাহি
ডাকছে হেঁকে আসান চাহি


আল্লা', হরি, রব
পাল্লা  করি  সব।
----------------------------------
২ জুলাই, কয়রা, খুলনা।


(একটি দুরূহ চেষ্টা আছে এই কবিতাতে। প্রতিটি শব্দের সাথে শব্দের অন্তমিল দেয়ার প্রয়াস করেছি। তবে ছন্দ, মাত্রা, ভাব ও বিষয়বস্তু ঠিক রেখে। কতটুকু সফল হলাম সে বিচারের দায় আপনাদের, আমার নয়। এর আগে এমন চেষ্টা কেউ করেছেন বা লিখেছেন কিনা তা আমার জানা নেই।)
নোট:
'কানি' অর্থ- জীর্ণ, ছিন্ন বস্ত্র খন্ড, ন্যাকড়া।