"""""""""
       কালের গ্রাস
  জাহিদ হোসেন রনজু।
----------------------------------------®


নানা রকম ব্যস্ততার ভীরে
ফেলে আসা নদী তীরে
মাঝে মাঝে হাঁটি
মাখি কাদা মাটি
খুঁজে যাই স্মৃতি ফাঁকে ফাঁকে।


হাতে লেখা গোটা গোটা
জীবনেরই এটা ওটা
কথা তিতা মিঠি,
খামে ভরা চিঠি।
এখন আর আসে নাকো 'ডাকে'।


দলে দলে ছুটে যাওয়া
মুড়ি-মুড়কি মোয়া খাওয়া
হাসি খুশি বেলা
মিলনেরই মেলা।
এখন আর বসে না বৈশাখে।


আঁকাবাঁকা মেঠো পথে
দিতো নাইয়রীরও সাথে
দূরের রাস্তা পাড়ি,
জোড়া গরু গাড়ি।
এখন আর পড়ে নাকো চোখে।


ঝোঁপ জঙ্গল বেত ঝাড়ে ঘেরা
কৈ শিং মাগুর মৎস্যের ডেরা
কচুরীতে ভরপুর
এঁদো ছোট পুকুর।
এখন আর দেখি না চৌদিকে।


মাঘে পৌষে গা'য়ে গা'য়ে
নকশীকাঁথা দিয়ে গায়ে
রেখে আয়েসের ঘুম
পিঠে পায়েসের ধুুম,
এসব আজ হয়ে গেছে ফিকে।


কাকা কাকী পিতা মাতা
পিসি জ্ঞাতি ভগ্নি ভ্রাতা
দাদা-দাদীর স্নেহ,
একান্নবর্তী গৃহ।
হারায়েছে আজ কোন দূর বাঁকে।


সভ্যতারই মায়া জালে
হারায়েছে কালে কালে
এমন বহু কিছু
ছাড়ে না যা পিছু।
স্মৃতির মন্দিরে বসে ডাকে।
--------------------------------------
৮ জুলাই' ২০১৭, সোনারগাঁও, ঢাকা।