কাঁটাতার


জাহিদ হোসেন রনজু
------------------------------®


কোটি কোটি অর্থ ব্যয়ে নিজ অভিলাষে
কাঁটাতারে ঘেরা দিয়ে সুখের উচ্ছ্বাসে
সীমানা প্রাচীর গড়ে নিবাস গড়েছো
মানুষ থেকে মানুষ পৃথক করেছো।


পেরেছে কি কাঁটাতার, সীমানা প্রাচীর
বাঁচাতে তোমার গড়া নিরাপদ নীড়?
পারেনি ফেরাতে ক্ষুদ্র ব্যাধি করোনাকে
পারেনি তো কাঁটাতার বাঁচাতে তোমাকে।


ভেবেছো মানুষ ব্যাধি, আসলে নয় তা
ব্যাধি হলো ভোগবাদী স্বার্থ, লোলুপতা।
জাতি, ধর্মে ভাগ করে ভুলে মানবতা
শোষণে, পীড়নে আনো ব্যাধি বর্বরতা।


----------------------------------
২ মে ২০২০, মিরপুর, ঢাকা।