ক্ষত


জাহিদ হোসেন রনজু
-----------------------------®


অদর্শন চাঁদ, অস্পর্শ চন্দ্রিকা
কৃত্রিম নিয়ন বাতি; মৃগতৃষায় বাস


দেয়ালবন্দি সুকুমারবৃত্তি
ক্ষয়িষ্ণু মানবিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি
বর্ধিষ্ণু লোভ, লিপ্সা, পাশবিক চাহিদা


লণ্ডভণ্ড - পুষ্প, আধো ফোঁটা কলি
নির্বিকার প্রতিবেশ


হচ্ছে প্রতিদিন পৃথিবীর ক্ষত গভীর থেকে গভীর।


------------------------------------------
২ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা।