ছড়া কবিতা- ৩


খুকুমনি


জাহিদ হোসেন রনজু
------------------------------®


মোদের বাড়িতে এক
                       খুকুমনি আছে,
বড় বড় বীর হারে
                    এলে তার কাছে।


কথার তরবারি যে
                        চলে অবিরত,
বাঘ-হাতি-সিংহ মারে
                        খুকু শত শত।


শুধু খালি খুকুমনি
                      জড়সড় থাকে,
ভীষণই ভয় পায়
                  তেলাপোকাটাকে।


না জানি কখন এসে
                     তার গায়ে পড়ে,
সারাক্ষণ খুুকুমনি
                     সেই ভয়ে মরে।


আর ভাবে মনে মনে
                      চলে যাবে দূরে,
পারে না যেথায় যেতে
                  তেলাপোকা উড়ে।


ভেবে ভেবে একদিন
                    নভোচারী সাজে,
যায় খুকু ভিন্ গ্রহে
                      স্বপ্নেরই মাঝে।


চারিদিকে শুন-শান
                     কেউ নেই কাছে,
খুকুটির মনে তাই
                    বল ফিরে আসে।


যেই ভাবে খুকুমনি
                       আর নেই ভয়,
এমনি সামনে দেখে
                      পোকা মহাশয়।


চোখ দু'টো বড় করে
                    পা উঁচিয়ে আসে,
তাই দেখে খুকুমনি
                   ফের কাঁপে ত্রাসে।


ভয়ে খুকু খোঁজে মাকে
                      ডাকে বার বার,
ঘুম ভেঙে ফিরে আসে
                       ভুবনে আবার।


জড়িয়ে মায়ের গলা
                        খুকু শুয়ে রয়,
থাকে নাকো আর তার
                    তেলাপোকা ভয়।


-------------------------------
১৩ জুলাই ২০১৬, মিরপুর, ঢাকা