করো প্রভুর বন্দনা, আনো মানবতা


জাহিদ হোসেন রনজু
--------------------------------®


অদেখা, অচেনা শত্রু শনি শ্যেন দৃষ্টি
প্রলয় উল্লাসে নেচে করে অনাসৃষ্টি।
মারে যুবা, মারে বৃদ্ধ, মারে অগণন
পলে পলে ঘরে ঘরে আনছে মরণ।
অতি ক্ষুদ্র সুক্ষ্ম জীব নাহি যায় দেখা
বানাচ্ছে শ্মশান ধরা সে-ই আজ একা।
বড় ছোট দেশ যত আছে পৃথিবীতে
সকলে শঙ্কিত তার মারণ সঙ্গীতে।


পুঁজিবাদী স্বার্থে যারা গড়ে অফুরান
রাইফেল, ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান
আনবিক মারণাস্ত্রে মহা শক্তিধর
তারাও সকলে আজ কাঁপে থরথর।
যে শোষক অস্ত্র দিয়ে প্রচণ্ড হুঙ্কারে
নিরহ মানুষ মারে রোজ নির্বিচারে
সেই পাষণ্ড বীরও আজকে নির্জীব
তার কাছে, যে অতীব ক্ষুদ্রতর জীব।


দম্ভে, গরিমায় তুমি করো নাকো কভু
অস্বীকার তাঁকে যিনি পরাক্রম প্রভু।
মানুষ মারতে নয়, মানুষ বাঁচাতে
পাঠিয়েছেন তোমাকে সুন্দর ধরাতে।
ভুলে যেয়ে ক্ষুদ্র স্বার্থ, ধর্মের প্রভেদ
গড়ো প্রেম, ভালবাসা মুছে সব ক্লেদ।
করো প্রভুর বন্দনা আনো মানবতা
ধরায় আসুক ফিরে সৌহার্দ্য একতা।


তাহলেই যদি পাও মুক্তির সন্ধান
নাহলে এভাবে তুমি হবে ছত্রখান।


-----------------------------
২৯ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা