কঠিন


জাহিদ হোসেন রনজু।
----------------------®


'ভূল' লিখে ভুল করা
স্বভাব আমার,
মাত্রা-ছন্দ-লয়ের
অভাব অপার।
তাও আমি লিখে যাই
শখের বশে,
পড়ে কেউ খুশি হয়
কেউ যায় হেসে।
কেউ ধরে ভুল-ত্রুটি
করে দেয় ঠিক,
কেউবা বলে যেটা
সেটাও বেঠিক।
কেউ বলে-'বসে রোজ
ছাইপাঁশ লিখো,
অনেক পড়ে যে বই
লিখতে শিখো।
না হলে বাদই দাও
এসব লেখা,
এরচেয়ে ঢেড় ভাল
সংসার দেখা।'
বসে বসে ভাবলাম
কথাটা ঠিক,
সকলে বলে যা
নয়তো বেঠিক।
কি হবে লিখে যে
ভুলভাল এসব,
ভুলে ভরা লেখায়
নাই যে গরব।
সবাই ভাবে যেটা
সেটা নয় ভুল,
অকর্মা কবিরাই
হারায় দুকূল।
যেই ভাবি লিখবো না
হয় সব ফাঁকা,
এমনই ধরাতে
হই যে একা।
মনে হয় কেহ নেই
শুণ্য সবই,
মনে হয় উঠে না
চন্দ্র রবি।
মনকে বলি তবু
ভুলো এইসব
লেখালেখি বাদ দাও
হও যে নিরব।
মন তবু মানে না
হয় যে বাঁকা
মাথাটাতে কিলবিল
শব্দ পোকা।
ফের লিখি কবিতা
ছাইপাশ ছড়া,
মনে হয় বেশ কঠিন
লেখা ছাড়া।


----------------------
২৪ জুলাই২০১৭, ঢাকা।