নববর্ষ : উপলব্ধি


জাহিদ হোসেন রনজু
------------------------------®


এসেছে নতুন বর্ষ জীবনের রথে
অমোঘ নিয়ম মেনে মহাকাল স্রোতে।
এভাবে এসেছে পূর্বে, আসবে আবার
জীবন-মৃত্যর এই খেয়া পারাবার।


একটি বছর যায়, সময় ঘনায়
কবরের দিকে ধীরে পা দু'টি বাড়ায়।
গত বর্ষ চলে গেছে, বেঁচে আছি আমি
পাবো কী বর্ষ নতুন আসন্ন আগামী?


জানা নেই সে উত্তর, জানে না তা কেহ
কখন বিকল হবে নশ্বর এ দেহ।
তাই বৃথাই ভাবনা, বৃথা হাহুতাশ-
না জানি কখন হবে বন্ধ নিঃশ্বাস।


তারচেয়ে এসো ভাবি বাঁচি যতদিন
ততদিন পৃথিবীকে সৃজিব রঙিন।
রূপে, রসে, গন্ধে পাই যেটুকু সময়
ভাল কাজে, ভালবেসে করি সুধাময়।


----------------------------------
৪ জানুয়ারি, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।