নাই কোন চাওয়া


জাহিদ হোসেন রনজু
----------------------------------®


এই মাত্র যে পথটাকে ফেলে এলাম পিছে
রেখে এলাম মহাকাল পাথরেরই নীচে
সে আমার অতীত- সেখানে তুমি ছিলে।
মৃন্ময়ী চাঁদ ছিল সে আকাশ নীলে
গোধূলির আবিরে রাঙা ছিল সে প্রতিদিন
হংস জলকেলিতে ছিল সরোবর রঙিন।


এখন যে পথে হাঁটি আমি ফেলে দু'চরণ
সে পথ কোথায় গেছে জানে নাকো এই মন
তুমি ছাড়া জীবন আমার শুধু হেঁটে যাওয়া
দিক নাই...কূল নাই...... নাই কোন চাওয়া।


--------------------------------------
১২ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা