নাইকো সময়, পত্র লেখার


জাহিদ হোসেন রনজু।


-------------------------------------------®


এখন কি গো সেদিন আছে
হারিয়ে গেলে পত্র লিখে-
"ওগো তুমি কোথায় আছো?
কেমন আছো? ফিরে আসো।"


এখন খোঁজে মোবাইল ফোনে,
ফেসবুক আর ম্যাসেঞ্জারে।
চ্যাটিং নাকি, কি জানি কয়,
ওসব দিয়ে মান যে ভাঙ্গায়।
সারারাতের চ্যাটিং শেষে
সকাল বেলায় আবার মিশে।
কত সহজ, পানির মত মন যে ওদের।
একটুতেই রাগ যায় চলে যায়, ভালবাসাও।


কেমন জানি দিন যে এখন
হারিয়ে গেলে যায় যেতে দেয়।
খুঁজে না আর- বেশীর ভাগই।
নতুন ডালে বাসা বাধে
ডানা ঝাঁপটায়,
গল্প করে উড়ে বেড়ায়।


তারাও কিন্তু স্বপ্ন বুনে, ভালবাসে
সত্যি এসব,ভুল নয়কো এতটুকু।
তবে সেটা ফেবুর পাতায়,এসএমএসে,
ম্যাসেন্জারে, মোবাইল ফোনে।
তাই তো সে প্রেম থাকে নাকো বুকের মাঝে,
হারিয়ে যায় একটু ভুলেই।
খুব সহজেই অনায়াসে
ফিরিয়ে দেয় দূরে বসেই।


হয়তো তারা ইচ্ছে করেই হারিয়ে ফেলে।


বুঝি নাতো। কেমনে বুঝি?
এখন তো আর করি না যে ওসব কিছু।
কেমনে করি, বয়স বেশী।
অথবা কেউ
ডাকে না আর তেমন করে
যেমন করে ডাকতে তুমি।
তোমার প্রেমে মায়া ছিল
মন জুড়ানো আদর ছিল।
তাই তো তোমায় ভুলিনিকো আজো আমি।


সেই যে কবে চলে গেলে
যমদূতেরই হাতটি ধরে,
আর এলে না।
বকুল তলার ফুল শুকালো,
চাঁদনী রাত হারিয়ে গেল--কত শত
বর্ষা এলো, শ্রাবণ এলো অঝোর ধারায়,
দু'চোখ নদী শুকিয়ে গেলো দুঃখ ব্যথায়।


আচ্ছা তুমি স্বর্গে আছো?
সেথায় নাকি সব পাওয়া যায়।
তবু কেন বসে আছো চুপটি করে।
ফেসবুকের রঙিন পাতায়
আইডি খুলো-জলদি করে।
নামটি দিও আগেরটি গো - 'হলদে পাখি'।
ছবিও দিও সাদা কালো।
না হলে যে পাবো নাকো তোমায় খুঁজে।


লক্ষ্মী আমার আইডি খোল,
মোবাইল কেনো।
সার্চ দিয়ে ফের তোমায় পাবো।
দূরে বসেই কথা কবো,
ফিরে পাবো প্রাণটি যেনো।


আইডি খোল, মিষ্টি সোনা।
এখন তো আর নাইকো সময়
পত্র লেখার।


---------------------------------------------
  ( ১৬.মার্চ,২০১৬, মিরপুর, ঢাকা)