নিঃস্বার্থে দাও


জাহিদ হোসেন রনজু
-----------------------------®


দেখো পাখি গায়, দেখো ফুল ফোঁটে
বারিধারা বুকে দেখো নদী ছোটে।


হাসে দেখো মাঠ সবুজ ফসলে,
ভরা দেখো গাছ পাতা ফুল ফলে।


সদা দেখো বহে জিয়ন-সমীর
দেখো নভ গায় ছড়ানো আবীর।


ছায়া সুনিবিড়ে দেখো ঘেরা বন
দেখো নিশি রাতে চাঁদের কিরণ।


আঁধার গগনে দেখো তারা হাসে
দেখো সূর্যোদয়ে নব দিন আসে।


তুষার-আধার দেখো গিরি শির
দেখো সুধাময় পৃথিবীর নীড়।


দেখেছো এসব কখনো তাকিয়ে?
ভেবেছো কখনো অনুভব দিয়ে?


সকলের জন্য ওরা প্রতিদিন
নিঃস্বার্থে করে পৃথিবী রঙিন।  


ভালবাসা নাও, ভালবাসা দাও
রূপ-রস-সুধা-সুরভী বিলাও।


প্রকৃতির মত সবাইকে দিয়ে
বেঁচে থাকি এসো ভালবাসা নিয়ে।


----------------------------®
২৭ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা