নষ্ট হবো


জাহিদ হোসেন রনজু
----------------------------------®


বুকের ভিতর অহর্নিশই চিতার দহন
অহর্নিশই কষ্ট চেপে জীবন-যাপন
বেগুন পোড়া দগদগে ঘা আমায় কাঁদায়
তাই এবেলায় নষ্ট হবো কষ্ট জ্বালায়।


দগদগদগ আগুন জ্বলে
আগুন জ্বালা আমায় বলে-
নষ্ট হয়ে অস্ত্র ধরো
নষ্টমূলে আঘাত করো
উপড়ে ফেলো শিকড়সহ,
নষ্ট হয়ে
    নষ্ট করো
        নষ্ট সময় দুর্বিষহ।

দিন আসে না আগুন ছাড়া
আগুন ছাড়া অন্ধকার,
নীতি কথায় ভিজবে চিড়ে
সকল দুয়ার বন্ধ তার।


আইন, শাসন অন্ধ যখন
বধির যখন মানুষ জন,
তখন আমি নষ্ট হয়ে নষ্ট তাপে পুড়বো মন।


নষ্ট হবো, নষ্ট হবো
বিবেক বলে নষ্ট হবো
নষ্ট হয়ে
     নষ্ট পিশাচ,
            নষ্ট মানুষ,
              নষ্ট মনে হুল ফোঁটাবো
এবার আমি নষ্ট হয়েই নষ্ট ধরায় ফুল ফোঁটাবো।


------------------------------------------
২৯ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা