ও মেয়ে, পারলে আড়াল রেখো


জাহিদ হোসেন রনজু
----------------------------------------®


আজকে আমি সব পেরিয়ে তোমার কাছে যাবই।
সদর দরজায় যতই বসাও 'অ্যালসেসিয়ান',
যতই রাখো পাহারাদার শক্তিশালী সিপাই।
আজকে আমি সব মাড়িয়েই তোমার কাছে যাবো।
ও মেয়ে, পারলে আড়াল রেখো।


চোখে তোমার যতই আগুন জ্বলুক।
যতই থাকুক নষ্ট হওয়ার ভয়।
যতই আমায় পিছন থেকে জাপটে টেনে ধরুক।
তবু আমি পাহাড় ভেঙ্গেই তোমার কাছে যাবো।
ও মেয়ে, পারলে আড়াল রেখো।


মাস্তানেরা মারলে মারুক,
পুলিশ দিয়ে যতই তুমি পেটাও
যতই বাধা সামনে এসে দাড়াক।
তবু আমি গোলাপ হাতেই তোমার কাছে যাবো।
ও মেয়ে, পারলে আড়াল রেখো।


নিত্য রোজ আর মারবে কত
মারলে আজই মেরো,
ফাঁসির রজ্জু গলায় বেধে যাবো।
মরতে হলেও মরতে আমি রাজি।
আজকে তবু হৃদয় দিতেই তোমার কাছে যাবো।
ও মেয়ে, পারলে আড়াল রেখো।


-----------------------------------------
১০ মার্চ, ২০১৬, মিরপুর, ঢাকা