অবরুদ্ধ প্রেম


জাহিদ হোসেন রনজু
-------------------------------®


অমোঘ নিয়মে ফুটে পুষ্প গন্ধ মাখা।
নিকুঞ্জে ভ্রমর উড়ে রঙে,বর্ণে আঁকা।
হৃদয়ে হৃদয় মিলে, গড়ে উঠে প্রেম।
বর্ণিল রঙিন যেন ঝলমলে হেম।
আলোকিত চারিদিক পুষ্পিত কানন।
প্রেমে প্রেমে বিমোহিত প্রেমিক দুজন।
ধীরে ধীরে গাঢ় হয় সে প্রেম যখন
অলক্ষে নিভৃতে হাসে নিয়তি তখন।


মানব-মানবী দুটি খুব ভালবেসে
যোজন যোজন পথ হেঁটে অবশেষে
নয়ন মেলে সম্মুখে দেখে যে পাহাড়।
এমন অবস্থা আজ তোমার আমার।
দৃষ্টি সুদূরে তবুও পথ নাহি আর
অথই সাগর জল নেই পারাবার।


----------------------------------
২৪ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।