অবয়ব- Love of Life.


জাহিদ হোসেন রনজু।
----------------------------------®


অষ্টাদশ; নতুন সুর,
ছন্দে মাতাল; স্বপ্নে চূড়।
চাঁদের হাট; ফুলের ঘ্রাণ,
আশিক রাত; জ্যোৎস্না স্নান।
...................................................


প্রথম দেখা; স্বপ্নমুখ,
ছলকে উঠা রক্ত বুক।
পাগল প্রায়; নায়করাজ,
রূপকথা; স্বপ্নবাজ।
ধনুকপণ; জিয়ন কাঠি,
রাজকন্যা; সোনার বাটি।


রঙিন চোখ,
রঙিন সুখ।
....................................................


প্রজাপতি;
ইচ্ছামতি,
           সবুজ ঘাস,
সপ্তডিঙ্গা;
আবীর রাঙ্গা
          ফাগুন মাস।


হাস্নাহেনা, বকুলফুল,
চাঁদ বাঁকানো প্রেমের দুল।
.................................................


কুঁজ্বঝটিকা; ঈশানকোণ,
অচিনপুর,
অন্য বাড়ী; ভিন্ন নীড়,
অনেকদূর।


ফেরারি মন; নিদ্রাহীন,
বিষাদময়; রাত্রি দিন।
...................................................


পিছন ফেরা; চাতক চোখ,
ফেরত চিঠি; বদ্ধ মুখ।
ভিসুভিয়াস; আগ্নে'গিরি,
নাচছে বুকে নীল ময়ূরী।


বিষাদসিন্ধু;
অশ্রুবিন্দু,
         দুঃখের শ্রাবণ,
কাব্য নয়,
গদ্যময়
         কঠিন জীবন।
..................................................


আবার যাত্রা; আবার গান,
মানব জীবন; হৃদয়বান।।


....................................
২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, ঢাকা