অচেনা নববর্ষ


জাহিদ হোসেন রনজু
------------------------------------®


নববর্ষ এসেছে অচেনা বাংলার নিঃস্ব দ্বারে
কী গান গেয়ে কিভাবে এবার বরণ করি তারে।


চারিদিকে ভয়ানক ব্যাধি ভয়াবহ বিস্তার
ধনী-গরীব যেই হোক কেন পাচ্ছে নাকো নিস্তার।


বেদনার্ত মন নিয়ে দেখি শত মানুষের লাশ
বিভীষিকার আঁধারে ঘেরা পৃথিবীর নীল আকাশ।


বুকে কান্না, চোখে অশ্রুজল, মনেতে অসীম ভয়
ধরে বুঝি মরণ-ব্যাধিতে জাগে সদা সংশয়।


হারায় গেছে আনন্দ-হাসি স্বাভাবিক নেই কিছু
যেমন করে যেভাবেই থাকি আতংক ধায় পিছু।


সময় কখন কিভাবে যাচ্ছে কে রাখে তার সন্ধান
একটি দিনকে মনে হয় যেন একটি মাসের সমান।


যত পাপতাপ পুরানো দিনের হয়ে আছে জমা
নিচ্ছে বুঝে সুদাসলে আজ করছে নাকো ক্ষমা।


এমন দিনে এই ক্রান্তিকালে এলে তুমি বৈশাখ
নেই আয়োজন, নিয়েছে কেড়ে দুঃসময় আজ বেবাক।


তবু বলি- এসো হে বৈশাখ রুদ্র মূর্তি ধরে
দূর হয়ে যাক সকল কালিমা নববর্ষের ভোরে।


----------------------------------------
১৩ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা